সাননিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭০৩ জনে।
একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ১৬ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৮৭ হাজার ২৭১ জনে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৭২৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৩ হাজার ৫৮২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৮.৮৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪.৬৮ শতাংশ। সুস্থতার হার ৮৬.৫৬ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১.৫২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ২ জন, সিলেটে ২ জন, বরিশালে ১ জন, রংপুরে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
সাননিউজ/জেএস