আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের। একই সময়ে এ ভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় সাড়ে ১৮ লাখে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সূত্রে এ তথ্য পাওয়া যায়।
এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৪১ জনের। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছায় ৫৭ লাখ ৫৮ হাজার ৩৮২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে মেক্সিকো। প্রাণহানির তালিকায় এরপরই আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইতালি, কলম্বিয়া এবং ফিলিপাইন। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৯ কোটি ৫৮ লাখে। অন্যদিকে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫৭ লাখ ৫৮ হাজার।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা দেয়।
সাননিউজ/এমএসএ