আন্তর্জতিক ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩১৯ জন। এসময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ লাখ ১৭ হাজার ৩৮৪ জন। আগের দিন ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন করোনায় আক্রান্ত এবং মৃত্যু হয়েছিল ১১ হাজার ২৮৪ জনের।
মহামারির শুরুর পর থেকে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ১৮২ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে।
রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাস পরিস্থিতির নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমেটার সূত্রে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রণ হয়েছেন ফ্রান্সে আর দৈনিক মৃত্যুতে সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এসময়ের মধ্যে ১ লাখ ৫ হাজার ২২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ১ হাজার ৫১ জনের। এ নিয়ে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৭৬ লাখ ২৩ হাজার ৬২৪ জন আক্রান্ত ও ৯ লাখ ২৫ হাজার ৬৫৫ জন মানুষের মৃত্যু হয়েছে।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১৪ হাজার ৫৪২ জন আক্রান্ত এবং মারা গেছেন ১৭০ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত বেড়ে ২ কোটি ৬ লাখ ২ হাজার ৯৩২ জন ও মৃত্যু বেড়ে ১ লাখ ৩২ হাজার ৩৭৭ জনে দাঁড়ায়।
আরও পড়ুন: মরক্কোর কূপে শিশু রায়ান, ফিরল নিথর হয়ে
দৈনিক সংক্রমণে ফ্রান্সের পরেই রয়েছে রাশিয়া। দেশটিতে ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ২৮২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭১৪ জনের। দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৬ লাখ ৩০ হাজার জন আক্রান্ত ও মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৭৫৩ জন।
সাননিউজ/এমএসএ