আন্তর্জতিক ডেস্ক: বিশ্বে করোনায় (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আরও ৩০ লাখ ১১ হাজার ৪৪৪ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ১১ হাজার ৬৮৭ জন।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৪১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭ লাখ ১৭ হাজার ৮০৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৬৩ জন বিপরীতে মৃত্যু হয়েছে ২৭৬ জনের। যুক্তরাষ্ট্রয় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন ও মারা গেছেন ২ হাজার ৭৫৭ জন। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৬৭৮ জন ও সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৮৮৩ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৮২ জন এবং মৃত্যু হয়েছে ২১৭ জনের। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৯৯৪ জন ও মৃত্যু হয়েছে ৩৯৫ জনের।
স্পেনে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ২২২ জন, মৃত্যু হয়েছে ২২৪ জনের। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৮৫ জন, মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৩২২ জন, মৃত্যু হয়েছে ১৭৪ জনের। ব্রাজিলে মারা গেছেন ৯৪৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৫৫২ জন।
আরও পড়ুন: আরব আমিরাতে যুদ্ধ জাহাজ-বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা দেয়।
সাননিউজ/এমএসএ