রাজশাহী প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসের উপর্সগ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছে। একই সময়ে শনাক্ত হয়েছে ২২৪ জন।
সোমবার (৩১ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসপাতালের ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষায় ৭৯ জন শনাক্ত হয়েছেন। অপরদিকে, মেডিকেল কলেজের ল্যাবে মোট ৪৫১ নমুনা পরীক্ষায় ১৪৫ জন শনাক্ত হন। তাদের মধ্যে রাজশাহী ১১০, জয়পুরহাটের ২৬, চাঁপাইনবাবগঞ্জের আট ও নাটোরের ৯ একজন রয়েছেন।
তিনি আরও জানান, রামেক হাসপাতাল ও মেডিকেল কলেজ ল্যাব মিলিয়ে রাজশাহী জেলার মোট ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে মোট ১৮৯ জন।
সাননিউজ/জেএস