সান নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সঙ্গে কমেছে শনাক্ত ও শনাক্তের হার। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮৩ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৫২৭ জন। এতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জন। একই সাথে শনাক্তের হার কমে ৩১ দশমিক ৬৪ শতাংশ হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে সংক্রমনের হার ৪৮.৪৮ শতাংশ
বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ১৮ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ১৬ হাজার ৩৩ জন; শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৪০ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে দেশে মোট ৪৯ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩১ দশমিক ৬৪ শতাংশে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।
আরও পড়ুন: ফ্রান্সে একদিনে রেকর্ড করোনা শনাক্ত
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
সান নিউজ/এমকেএইচ