দিনাজপুর প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুরে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৫ জন।
সোমবার (২৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন বোরহান লিয়ন।
তিনি জানান, এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩০৭ জন। মারা গেছেন ২৯২ জন। সুস্থহয়েছেন ১৪ হাজার ৬৩২ জন। বর্তমান রোগী আছেন ৩৮৩ জন। শনাক্তের হার ৫০.৩৩ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় দিনাজপুর সদর উপজেলায় ৫২ জন, বিরল উপজেলায় ৭ জন, চিরিরবন্দরে ৪, বীরগঞ্জে ২, বোচাগঞ্জে ৪, বিরামপুরে ৪, ফুলবাড়ি ২ জন, কাহারোলে ২, পার্বতীপুরে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
সাননিউজ/জেএস