ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৫৮৭ নমুনা পরীক্ষা করে ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (২১ জানুয়ারি) সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।
তবে আইসিইউতে চিকিৎসাধীন পাঁচজনসহ হাসপাতালের করোনা ইউনিটের ৭৫ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪৯ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়েছেন ১৩ জন।
সাননিউজ/জেএস