আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, শুক্রবার (২১ জানুয়ারী) দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে সুস্থ হয়েছে ২৭ কোটি ৬৪ লাখ ৬২ হাজার ৬৫৭ জন।
করোনায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে সুস্থ হয়েছে ৪ কোটি ৪০ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।
করোনায় সুস্থতার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫৮ হাজারের বেশি মানুষ।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে সুস্থ হয়েছে ২ কোটি ১৮ লাখ ৫১ হাজারের বেশি মানুষ।
তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে সুস্থ হয়েছে ১ কোটি ১৮ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।
সান নিউজ/এনকে