সিলেট প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় সিলেটে ১০৪৩ নমুনা পরীক্ষা করে ২৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.২৭ শতাংশ।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ১৮৭ জন।
নতুন করে সংক্রমিতদের মধ্যে সিলেট জেলায় ১৯৪, সুনামগঞ্জের ১১, মৌলভীবাজারের ৪৮ ও হবিগঞ্জের ২১ জন রয়েছেন। একই সময়ে করোনামুক্ত হয়েছেন ৪৯ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৫৬ হাজার ৩৩৮ জন। আর সুস্থ হয়েছেন ৫০ হাজার ২৩৪ রোগী।
সাননিউজ/জেএস