মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় আশঙ্কাজনকভাবে বাড়ছে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলার ৯৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা পজেটিভ হয়েছেন ২৯ জন। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ২৯ শতাংশ।
সিভিল সার্জন জালাল উদ্দিন মুর্শেদ বলেন, বর্তমানে মৌলভীবাজারে নমুনা সংগ্রহ বেড়েছে। করোনা শনাক্তের হারও বাড়ছে। জনসাধারণকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। মৌলভীবাজারে গত কয়েকদিনে কয়েকটি মেলা অনুষ্ঠিত হয়েছে। ভিড়ের কারণে করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।
সাননিউজ/জেএস