নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে পাঁচজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) তাদেরকে ভর্তি করা হয়। তারা হলেন, আনোয়ার হোসেন (৩৫), মোঃ সাব্বির মিয়া (১৪), মোঃ ইমন (১৫), আব্দুর রব (৩০) ও সাইফুল ইসলাম (১১)। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।
হাসপাতালে নিয়ে আসা দগ্ধ সাব্বিরের বাবা সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মৌকরা ইউনিয়নের বিরুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযোগ করে বেলুন ওড়ানোর চেষ্টা করে একদল যুবক। এ সময় গ্রামের মানুষ সেখানে ভিড় জমান। হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের মাথা ও চোখ থেঁতলে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অধিকাংশই শিশু।
সান নিউজ/এমকেএইচ