চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় ২৬০ জনের করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। ২ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষায় তাদের শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় ১০ দশমিক ২৬ শতাংশ সংক্রমণের হার। আর করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) করোনা বিষয়ক এক এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা করোনা প্রতিরোধে মাস্ক পরা, হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, টিকা গ্রহণ, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভিড় এড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে করোনা আক্রান্ত ২২৬ জন নগরীর। বাকি ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ তিন হাজার ৮৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরীতে ৭৫ হাজার ৩৫১ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৫৪১ জন। এছাড়া মোট মৃত্যু হওয়া এক হাজার ৩৩৫ জনের মধ্যে নগরীর ৭২৫ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬১০ জন।
সাননিউজ/এমআর