সাননিউজ ডেস্ক: ‘করোনার নতুন ধরন অতিসংক্রামক ওমিক্রনে সবাই আক্রান্ত হবেন এবং কোনওভাবেই এটাকে কেউ দেহে আসা ঠেকাতে পারবেন না। এমনকি করোনা টিকার বুস্টার ডোজও এই ধরন ছড়িয়ে পড়া ঠেকাতে পারবে না।’ ওমিক্রন নিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের অন্যতম শীর্ষ চিকিৎসা বিশেষজ্ঞ ড. জয়প্রকাশ মুলীয়িল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির কাছে এই বিশেষজ্ঞ এসব তথ্য দেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে এনডিটিভি।
ওমিক্রন নিয়ে মারাত্মক এই হুঁশিয়ারি দেওয়া ড. জয়প্রকাশ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর) এর ন্যাশনাল ইনস্টিটিউট অন এপিডেমিওলজিস্টের সায়েন্টিফিক অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান।
তিনি বলছেন, ওমিক্রন প্রায় অপ্রতিরোধ্য। সবাই ওমিক্রনে আক্রান্ত হবেন। বুস্টার ডোজও সংক্রমণ ঠেকাতে পারবে না। সবাই সংক্রমিত হবেন। বর্তমানে বিশ্বজুড়ে এটিই হচ্ছে, সংক্রমণ প্রতিরোধে ব্যর্থ হচ্ছে বুস্টার ডোজ।
এই বিশেষজ্ঞের ভাষায়, করোনা টিকার বুস্টার ডোজও ওমিক্রন ভ্যারিয়েন্টকে আটকাতে পারবে না। টিকা নেওয়া থাকলেও সাধারণ মানুষ সংক্রমিত হবেই।
সাননিউজ/এমআর