নিজস্ব প্রতিবেদক: একদিনেই মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন নতুন আরও ৮৯২ জন। এনিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন। এর আগে জানুয়ারি মাসের প্রথম ৪ দিনে নতুন রোগী শনাক্তের সংখ্যা ছিল যথাক্রমে ৩৭০, ৫৫৭, ৬৭৪ ও ৭৭৫। আর শনাক্তের হার যথাক্রমে ২.৪৩, ২.৯১,৩.৩৭ ও ৩.৯১ শতাংশ।
বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং রাজশাহী বিভাগের একজন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। তবে একদিনে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২১২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সান নিউজ/এমকেএইচ