নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২৯ জন সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫ জনই ঢাকার বাইরের।
এ নিয়ে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এসময় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়- বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৬২ জনের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩০ জন ভর্তি রয়েছেন। আর ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৩২ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
সান নিউজ/এফএইচপি