নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৭ জন এবং ঢাকার বাইরে ৪ জন রয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্যে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ৮৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫১ জন, বাকি ৩৩ জন বিভিন্ন বিভাগের।
চলতি বছরে এখন পর্যন্ত ২৮ হাজার ৩৬৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ১৮০ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন।
সান নিউজ/এফএইচপি