নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০ জন।
বুধবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০ জন এবং ঢাকার বাইরে ৬০ জন। দেশে বর্তমানে মোট ১১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৮১ জন রোগী। ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১০৪ জনের।
সান নিউজ/এফএইচপি