নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ২১৬ জনে।
সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার, কন্ট্রোল রুমের ইনচার্জ ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১৩৪ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৮৯ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন।
চলতি বছরে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২১৬ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৯৭৯ জন। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন।
সান নিউজ/এফএইচপি