নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৬৫ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৮ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৮০১ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।
সান নিউজ/এফএইচপি