আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের প্রকোপে ইতোমধ্যে (বুধবার সকাল ১০ টা পর্যন্ত) বিশ্বে মোট মৃতের সংখ্যা ৫৩ লাখ ৩৬ হাজার ৩৯৮ জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৭ কোটি ১৭ লাখ ৮ হাজার ২০৭ জনে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৬১ জনের মৃত্যুর পাশাপাশি একইসময়ে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ৮৯৬ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮ হাজার ১০৭ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ হাজার ৫৮৮ জন। এ পর্যন্ত দেশটিতে ৫ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৯৮৩ জন আক্রান্ত এবং মারা গেছেন ৮ লাখ ২১ হাজার ৩২৫ জন।
আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪১ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮২৬ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২১ লাখ ৯৫ হাজার ৭৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ১২১ জনের।
করোনায় হতাহতের দিক থেকে আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ১০ হাজার ৬৩০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৫ হাজার ৮৮৮ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইরানে ৬৭ জন, তুরস্কে ১৮১ জন, পোল্যান্ডে ৫৩৭ জন, হাঙ্গেরিতে ১৯৫ জন, স্লোভাকিয়ায় ১০১ জন, ভিয়েতনামে ২৫২ জন ও মেক্সিকোতে করোনায় মারা গেছেন ৪৯ জন।
সানসনিউজ/ এএএ