চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় নতুন করে কেউ মারা যায়নি। নমুনা পরীক্ষার করা হয় এক হাজার ৩৯৬টি। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ২১ শতাংশ।
রোববার (১২ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্তদের মধ্যে তিনজনই মহানগরীর বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪৬০ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১৪০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩২০ জন। এছাড়া মোট মারা যাওয়া এক হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সাননিউজ/এমআর