নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ১৩০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৬৫ জন ভর্তি রয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮৯৩ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৭ হাজার ৫০৫ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০১ জনে দাঁড়ালো।
সাননিউজ/জেআই