নিজস্ব প্রতিবেদক: ভারতের সেরাম ইনস্টিটিউটের আরও ২৫ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
বুধবার (৮ ডিসেম্বর) রাতে এ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা।
সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির অধীনে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, সেরামের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩ কোটি টিকা আসার কথা থাকলেও মাত্র ৭০ লাখ ডোজ পাওয়ার পর টিকা আসা বন্ধ হয়। এরপর গত ১ ডিসেম্বর সেরামের ৪৫ লাখ টিকা আসে বাংলাদেশে। ৮ ডিসেম্বর আবারও ভারত থেকে ২৫ লাখ ডোজ টিকা পেলো বাংলাদেশ।
সান নিউজ/এফএইচপি