নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন।
শুক্রবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ৩২ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি ২৫ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৯৪ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ২১৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ৭৮ জন ভর্তি আছেন।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার ৪৮৩ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৯১ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯৮ জন।
সান নিউজ/এফএইচপি