নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এসময় সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৪৬ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৩৬ জন ও বেসরকারি হাসপাতালে ১১০ জন রোগী ভর্তি আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৮ জনের মধ্যে ঢাকায় সরকারি হাসপাতালে ২৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৩২ জন ভর্তি হন।
এছাড়া এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে দুইজন রোগী ভর্তি হয়েছেন বলে খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সান নিউজ/এফএইচপি