নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে শনিবার (২০ নভেম্বর) নয় লাখ ৮৪ হাজার এক ডোজ করোনার টিকা প্রয়োগ হয়েছে। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছে তিন লাখ ১৫ হাজার ৮৯২ শিক্ষার্থী। ১৮৫ জন দ্বিতীয় ডোজ পেয়েছে।
গত ১ নভেম্বর ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রয়োগ শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী ছাড়া শনিবার দুই লাখ ৬৮ হাজার ৬৩২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। ৪৮ হাজার ৯৭৩ শিক্ষার্থী প্রথম ডোজ পেয়েছে এবং আটজন দ্বিতীয় ডোজ পেয়েছে।
আরও বলা হয়, এ পর্যন্ত পাঁচ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৮ জন প্রথম ডোজ এবং ৩ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ৪০৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
সাননিউজ/এমআর