নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত রোগীদের চিকিৎসার বিষয়ে দিক-নির্দেশনা দিতে বাংলাদেশ সফর করছে চীনের একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১১ জুন) চীনের এই সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।
আজ বৃহস্পতিবার ঢামেকের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে ১০ সদস্যের চীনা চিকিৎসক দল করোনা আক্রান্তদের চিকিৎসার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
সান নিউজ/ আরএইচ