নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৭ জন।
রবিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর তথ্যমতে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৩৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫০৭ জন, বাকি ১২৭ জন ঢাকার বাইরের।
ডেঙ্গুতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ২৫ হাজার ৬৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৯০৩ জন।
সান নিউজ/এফএইচপি