নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯২২ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২২৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৫৯১ জন।
রোববার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫১৭ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে ২২৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৪ শতাংশ।
দেশে করোনার প্রথম সংক্রমণ ধরা পড়েছিলো গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিলো ৬৪ জনের।
সান নিউজ/এফএইচপি