নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে আরও ১৪ মিলিয়ন (১ কোটি ৪০ লাখ) বা প্রায় দেড় কোটি ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জানান, এখন পর্যন্ত বাংলাদেশ ৭ কোটি ৮০ লাখ ডোজের বেশি টিকা দিয়েছে। দেশের সাড়ে ১৬ কোটি মানুষকে টিকা দিতে আরও টিকা প্রয়োজন।
সান নিউজ/এফএইচপি