আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ হাজার ৬১২ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৯৫৮ জন।
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে বুধবার (১০ নভেম্বর) সকাল সাড়ে আটটায় এ তথ্য জানা যায়।
করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৮১৬ জনের। মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ২৫ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ১১ লাখ ৮৮৮ জন। তালিকায় এরপরই রয়েছে- যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।
বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৫০ লাখ ৭৯ হাজার ৭১৯ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ২৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২ কোটি ৭৭ লাখ ৫৭ হাজার ৬৬২ জন।
সান নিউজ/এনকে