নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বুধবার (১০ জুন) আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জনের শরীরে করোনার পজিটিভ ছিল বলে ঢাকা মেডিকেলের মর্গ সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, গত রাত ১২টার পর থেকে এখন পর্যন্ত মোট ১২ জন মারা গেছেন। এদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ, বাকি ৯ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
গত ৮ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২২ জনের করোনা পজিটিভ ছিল। গত রোববার ও সোমবার দু’দিনে ঢামেকের করোনা ইউনিটে মৃত্যু হয়েছে ৩৯ জনের।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে গত ২ মে চালু হয় করোনা ইউনিট। পরে হাসপাতালের নতুন ভবনে (হাসপাতাল-২) তা বর্ধিত করা হয় ১৬ মে থেকে। এই ইউনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে উপসর্গ নিয়ে অনেক রোগী ভর্তি হচ্ছেন।
ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, ঢামেকে করোনা পজিটিভ ও উপসর্গ আছে এমন রোগীদের আলাদা আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বার্ন ইউনিটে ২৫০টি শয্যার ব্যবস্থা রয়েছে। পরে ১৬ মে হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিট-২ উদ্বোধন করা হয়। সেখানে ৫০০ রোগীর শয্যা তৈরি করা হয়েছে। সবমিলিয়ে ঢামেকে ৭৫০ জন করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা আছে।