নিজস্ব প্রতিবেদক: দেশে শনিবারই (৫ নভেম্বর) প্রয়োগ হয়েছে ১৬ লাখ ৮১ হাজার ৪২৮ ডোজ করোনার টিকা। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১৩ লাখ ৩১ হাজার ৭৯৭ জন এবং তিন লাখ ৪৯ হাজার ৬৩১ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।
বাংলাদেশে এ পর্যন্ত চার কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জন প্রথম ডোজ পেয়েছেন। তিন কোটি ৮ লাখ ৭১ হাজার ২২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। উপজেলা পর্যায়ে সব কমিউনিটি হেলথ ক্লিনিকে এদিন থেকে একদিনের জন্য টিকা ক্যাম্পেইন শুরু করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকালো দেওয়া হয়েছে চীনের সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের।
অধিদপ্তর আরও জানায়, এ পর্যন্ত করোনার টিকা পেতে ছয় কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন নিবন্ধন করেছেন।
সাননিউজ/এমআর