নিজস্ব প্রতিবেদক: দেড় বছর পর একদিনে সর্বনিম্ন মৃত্যুর দেখা পেলো বাংলাদেশ। সারাদেশে করোনাভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনই নারী এবং তারা ঢাকা বিভাগের বাসিন্দা। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৭০ জন।
সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২১৪ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।
এরপর একই বছরের ৪ এপ্রিল মৃত্যু বেড়ে হয় দুইজন। তখন থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা।
সান নিউজ/এফএইচপি