নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আকিব হোসেন নামে এক শিক্ষার্থী। তার মাথায় ব্যান্ডেজে লেখা রয়েছে ‘হাড় নেই, চাপ দেবেন না’।
রোববার (৩১ অক্টোবর) আকিবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এর আগে শনিবার (৩০ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। আকিব হোসেনের বাড়ি কুমিল্লায়। তিনি চমেকের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান জানান, আকিবের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়ে। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আকিবের মস্তিষ্কে রক্ত জমে যাওয়ায় সেখানে অপারেশন করতে হয়েছে। অপারেশনে রক্ত সরানো হলেও এখনো তিনি আশঙ্কামুক্ত নন। আকিবের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। পরে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে কলেজের একাডেমিক কাউন্সিল। পাশাপাশি শনিবার সন্ধ্যার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সান নিউজ/এমকেএইচ