নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এ পর্যন্ত সাত কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ করোনা টিকা পেয়েছে। এরমধ্যে প্রয়োগ হয়েছে সাত কোটি ৪ লাখ ৭১ হাজার ৬২৩ ডোজ। পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন চার কোটি ১৭ লাখ ৮২ হাজার ৫৩১ জন। দুই কোটি ৮৬ লাখ ৮৯ হাজার ৯২ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দেশজুড়ে ২১ লাখ ৭৮ হাজার ৬৯৬ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ পেয়েছেন দুই লাখ ৬৬ হাজার ৫৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৯ লাখ ১২ হাজার ৬৩৭ জন। এর আগে বৃহস্পতিবার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয় ৫৬ লাখ ৯১ হাজার ৮২৮ ডোজ টিকা। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, টিকাগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম এবং ফাইজার ও মডার্নার টিকা। এ পর্যন্ত করোনা টিকা পেতে পাঁচ কোটি ৮৫ লাখ ২২ হাজার ৭২৯ জন নিবন্ধন করেছেন।
সাননিউজ/এমআর