নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন চট্টগ্রাম। তবে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় ১ হাজার ৩২২ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২ হাজার ২১৪ জনের।
শুক্রবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৬৫ শতাংশ।
সান নিউজ/এফএইচপি