নিজস্ব প্রতিবেদক: একদিন ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গণটিকা কর্মসূচির দ্বিতীয় ডোজের নির্ধারিত দিন ছিল।
এদিন ২ লাখ ৪৭ হাজার ৬৬২ জন প্রথম ডোজ পেয়েছেন। আর এ দিন সব মিলিয়ে ৫৬ লাখ ৯১ হাজার ৮২৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিপ্তর এ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
দেশে মোট ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৬ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৯৮১ ডোজ দেওয়া হয়েছে। এখন মজুত আছে ৮৯ লাখ ৭৯ হাজার ৪৩৯ ডোজ টিকা।
এ পর্যন্ত ৪ কোটি ১৫ লাখ ১৬ হাজার ৪৭৩ জনকে প্রথম ডোজ এবং ২ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৪৫৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এগুলো হলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনা টিকা পেতে ৫ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ১৮৭ জন নিবন্ধন করেছেন।
সাননিউজ/এমআর