নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত সাত কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ করোনা টিকা এসেছে। এরমধ্যে ছয় কোটি ২৬ লাখ ১ হাজার ১৫৩ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। মজুত আছে এক কোটি ৪৬ লাখ ৭১ হাজার ২৬৭ ডোজ।
এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন চার কোটি ১২ লাখ ৬৮ হাজার ৮১০ জন। দুই কোটি ১৩ লাখ ৩২ হাজার ২৮৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ১৪০ ডোজ টিকা।
বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এসব করোনার টিকার মধ্যে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।
এছাড়া এখন পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৭৩ লাখ ৮ হাজার ৯৫৮ জন।
সাননিউজ/এমআর