নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ফখরুদ্দিন (৭০), নাজমা বেগম (২৭), নেত্রকোনা বারহাট্টার জেসমিন আক্তার (৩৫) ও পূর্বধলার আব্দুল লতিফ (৬০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ৬১ জন রোগী চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৭ জন হাসপাতাল ছেড়েছেন।
এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩৬ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ২১ শতাংশ।
সান নিউজ/এফএইচপি