নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমান করোনা পজেটিভ। মঙ্গলবার (৯ জুন) এ তথ্য জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক।
তিনি বলেন, কমিশনার মাহাবুবর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার শরীরে করোনার উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।
তিনি আরও জানান, গতরাত (৮ জুন) তিনি করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। তবে পরিবারের সবাই এখনও ভালো আছেন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জানান, এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন পুলিশের ৬ হাজার ২০৬ সদস্য। মারা গেলেন ১৯ জন পুলিশ সদস্য।