যশোর প্রতিনিধি:
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) প্রথম প্রহরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে থেকে পাঠানো রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে। জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
রণজিত কুমার রায়ের ছেলে রাজিব রায় বলেন, ‘বাবার কোনও উপসর্গ ছিল না। কিন্তু পরীক্ষা করে ফলাফল পজিটিভ পাওয়া গেছে। তাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়া হবে।’
ডা. শেখ আবু শাহীন জানান, রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে মৌখিকভাবে বলা হয়েছে সংসদ সদস্য রণজিত কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে কাছে খবরটি জানিয়ে দেওয়া হয়।
রাতেই তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এরপর স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে যোগাযোগ করে তাকে সিএমএইচের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
সিভিল সার্জন আরও জানান, গত সোমবার (৮ জুন) সকালে করোনা সন্দেহে রণজিত কুমার রায়ের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভালো।