নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত একজনের মৃত্যুবরণ করেছেন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ জন।
বুধবার (২০ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় ৫৯৫ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে চারজনই নগরের বাসিন্দা। আর পটিয়া ও রাঙ্গুনিয়ায় একজন করে এবং রাউজানে দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম আজ করোনা শনাক্তের হার ০.৫৩ শতাংশ।
ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী আরও জানান, চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯১৫ জন, বাকি ২৮ হাজার ২২১ জন বিভিন্ন উপজেলার।
সান নিউজ/এমকেএইচ