নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পাঁচ কোটি ৮৮ লাখ এক হাজার ৫৫ ডোজ করোনা টিকা প্রয়োগ হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন। প্রথম ডোজ নেওয়া তিন কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জন দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্ত এ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এদিন দুই ডোজ মিলিয়ে মোট ৫ লাখ ৬২ হাজার ২৭৪ ডোজ টিকা দেওয়া হয়েছে।
অধিদপ্তর জানায়, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৪১ হাজার ২২৯ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক হাজার ১২৯ জন। ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন ২১ হাজার ৩ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক হাজার ৯৭৮ জন। সিনোফার্মের টিকা প্রথম ডোজ পেয়েছেন দুই লাখ ৬৮ হাজার ৫২৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন দুই লাখ ২৮ হাজার ৪০৭ জন। এছাড়া মডার্নার টিকা আজও কাউকে দেওয়া হয়নি।
অধিদপ্তর আরও জানায়, এ পর্যন্ত করোনা টিকা পেতে পাঁচ কোটি ৫০ লাখ ৩৫ হাজার ৬৭৬ জন নিবন্ধন করেছেন।
সাননিউজ/এমআর