চট্টগ্রাম প্রবিনিধি: যুক্তরাষ্ট্রের তৈরি ফাইজারের করোনা টিকা প্রথমবারের মতো চট্টগ্রামে পৌঁছেছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী টিকাগুলো গ্রহণ করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ফাইজারের টিকা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতালে দেওয়ার কথা ভেবেছে স্বাস্থ্য বিভাগ। তবে এই টিকা কাদের দেওয়া হবে, তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।
জানা গেছে, এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের সেন্ট্রাল স্টোরে রাখা হয়েছে। টিকাগুলো বিশেষ ব্যবস্থায় পরে টিকাদান কেন্দ্রে নেওয়া হবে।
সাননিউজ/এমআর