নিজস্ব প্রতিবেদক: দেশে এ পর্যন্ত এক কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭২২ জনের করোনা টিকার দুই ডোজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন তিন কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৩৪৭ জন। সবমিলিয়ে দেশে পাঁচ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৯ ডোজ টিকা প্রয়োগ হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োগ হওয়া টিকার মধ্যে রয়েছে চীনের তৈরি সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজার। সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন আট হাজার ২৯০ জন এবং দ্বিতীয় ডোজ ১ হাজার ৯৯২ জন।
পাশাপাশি এদিন ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন ১৪ হাজার ৭০১ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৭ জন। সিনোফার্মের টিকা প্রথম ডোজ পেয়েছেন দুই লাখ ৮১ হাজার ৪৮৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫৬ জন। মডার্নার টিকা প্রথম ডোজ পেয়েছেন ১৫ হাজার ৭২৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ হাজার ৯০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত ৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ৫৭ জন টিকা পেতে নিবন্ধন করেছেন।
সাননিউজ/এমআর