নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে একজন মারা গেছে। এসময় কারও করোনা শনাক্ত হয়নি। ফলে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৯০ জনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।
সিভিল সার্জন জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১১৮ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫১ জন। জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৭০১ জন। একদিনে সুস্থ হয়েছেন একজন। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৬০ জন।
সান নিউজ/এফএইচপি