নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটে সংক্রমণের হার দ্রুত কমছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিলো মাত্র ০.৮০ শতাংশ। যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। এদিকে নতুন করে করোনাক্রান্ত হয়ে কেউ মারা যাননি। দেশে এটিই এখন পর্যন্ত শীর্ষ সংক্রমণ হ্রাসের খবর।
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার (৮ অক্টোবর) সকাল আটটার পর্যন্ত সিলেটে কোনো করোনাক্রান্ত ব্যক্তি মারা যাননি। মৃতের সংখ্যা ১১৬৮ জনেই স্থির রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় দুইজন ও মৌলভীবাজারে চারজন শনাক্ত হন। ৭৪৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৮০।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৮১ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ৪৬১ জন। ৪২ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সান নিউজ/এফএইচপি