নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ (৫ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এ তথ্য জানান।
তিনি বলেন, গতরাতে কিছু সময়ের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। এসময় তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। সকালে নাস্তা করার পর স্যার শুয়ে ছিলেন, তখন আবার শ্বাসকষ্ট ছিলো। তাই বর্তমানে তাকে নেবুলাইজার দিয়ে রাখা হয়েছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী এবং ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।